কুষ্টিয়ায় সেনাবাহিনীর অভিযানে ২ চাঁদাবাজ আটক

বাংলাদেশ চিত্র ডেস্ক

কুষ্টিয়ায় দুই চাঁদাবাজকে আটক করেছে সেনাবাহিনী। রোববার (৩ নভেম্বর) সন্ধ্যায় জেলার মিরপুরের রানাখড়িয়ায় অভিযান পরিচালনা করে কুখ্যাত চাঁদাবাজ রুবেল ও জসীমকে আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার মিরপুর উপজেলার রানাখড়িয়া এলাকায় বেশ কিছু দিন যাবৎ চাঁদাবাজির ঘটনা ঘটে আসছিল। বিষয়টি গোয়েন্দা সূত্রে জানতে পারে সেনাবাহিনী। অভিযোগ ছিল, এলাকায় সাইফুল, জসীম, রুবেল ও আশরাফুল নামে একদল চাঁদাবাজ রানাখড়িয়া, বালিঘাটে বালি উত্তোলনকারী ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা দাবি করে আসছে।

এই তথ্য জানতে পেরে অপরাধীদের শনাক্ত করতে একাধিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের চিহ্নিত করা হয়। যেকোনো সমস্যার সম্মুখীন হলে নিকটস্থ সেনা ক্যাম্পে অভিযোগ জানানোর জন্য উৎসাহিত করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে। পরবর্তীতে তাদের কুষ্টিয়া সদর থানায় হস্তান্তর করা হয়।

Share This Article