বিল্লাল হোসাইন, জামালপুর:
জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় কেন্দুয়া বাজারস্থ ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করেন ১নং ওয়ার্ড আওয়ামী লীগ।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাইনুল হাসান খান সোহেল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরী।
ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইমদাদুল হক ইনসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ছয়োয়ার হোসেন শান্ত, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপন, কৃষি বিষয়ক সম্পাদক ফারুক হোসেন শোয়েব তালুকদার, সদস্য আরিফুর ইসলাম আরিফ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সহিদ, সহ-সভাপতি ফকরুল আলম লিটু, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সোহেলসহ ওয়ার্ড় আওয়ামী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বর্ধিত সভায় প্রধান অতিথি ফারুক আহাম্মেদ চৌধুরী বলেন, নৌকা যার আমরা তার, এর বাইরে কোন কথা হবে না। তিনি বলেন, জামালপুর সদর একটি বৃহৎ এলাকা, এখানে একাধিক প্রার্থী থাকবে এটাই স্বাভাবিক, সকল প্রার্থীকেই নৌকায় পক্ষে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা দিবে তার পক্ষে সকলকে এক হয়ে কাজ করতে হবে। নৌকার বিজয়ী সুনিশ্চিত করতে হবে। এর বাহিরে যাওয়ার কোন সুযোগ নেই। কেউ যদি এসে, এর বাহিরে যাওয়ার জন্য তৃণমূল কাছে বিভ্রান্ত ছড়াতে চাই, তাকে আপনাদের প্রতিহত করতে হতে।