কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন আব্দুল মান্নান

বাংলাদেশ চিত্র ডেস্ক

নিজস্ব প্রতিবেদন ::

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক (ইডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন মো. আব্দুল মান্নান। এতদিন তিনি অফসাইট সুপারভিশন বিভাগের পরিচালকের (মহাব্যবস্থাপক) দায়িত্বে ছিলেন। বৃহস্পতিবার তার পদোন্নতি সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।আব্দুল মান্নান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে যোগ দেন। পরে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। 
অফসাইট সুপারভিশন বিভাগের আগে তিনি প্রধান কার্যালয়ের বৈদেশিক মুদ্রা নীতি, এসআরইইউপির প্রকল্প পরিচালক, বাংলাদেশ ব্যাংকের বগুড়া ও রাজশাহী অফিসে কাজ করেছেন। তার গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলায়। 

Share This Article