কোটা সংস্কারের দাবিতে জামালপুরে মানববন্ধন-বিক্ষোভ মিছিল

বাংলাদেশ চিত্র ডেস্ক

সকল গ্রেডের সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা প্রথার যৌক্তিক সংস্কার ও ২০১৮ সালের পরিপত্র পূনর্বহালের দাবিতে জামালপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

জামালপুর জেলার সাধারণ শিক্ষার্থীর ব্যানারে আজ দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সরকারি আশেক মাহমুদ কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান বিবেক, ডিগ্রি পাস কোর্সের শিক্ষার্থী মো. সানাউল্লাহ, চাকুরীপ্রার্থী মো. ইখলাস।

এসময় সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা প্রত্যাহার করে সাধারণ শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন ও ২০১৮ সালের পরিপত্র পূর্ণবহালের দাবি জানান বক্তারা। পরে কোটা ব্যবস্থার প্রত্যাহার চেয়ে একটি বিক্ষোভ মিছিল করে উপস্থিত শিক্ষার্থীরা।

Share This Article