কোতোয়ালীতে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৫

বাংলাদেশ চিত্র ডেস্ক

চট্টগ্রামের কোতোয়ালী থানার সিআরবি বয়লার এভিনিউ বস্তি ও ফলমণ্ডি কলোনি এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, ধারালো অস্ত্র এবং নগদ ১৫ লাখ টাকাসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।

যৌথ বাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৬টা থেকে সকাল পৌনে ৯টা পর্যন্ত ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযান চলাকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মাদকদ্রব্য, বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র, মোবাইল ফোন এবং নগদ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের এবং উদ্ধারকৃত সরঞ্জামাদি স্থানীয় পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। যৌথ বাহিনী জানিয়েছে, দেশের যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে এবং চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে।

Share This Article

এ সম্পর্কিত আরও খবর