
কোপা আমেরিকা শুরুর আগে নিজেদের সবশেষ প্রীতি ম্যাচে গুয়েতেমালাকে ৪-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। শনিবার (১৫ জুন) ভোরে শুরু হওয়া লড়াইয়ে জোড়া গোল করেছেন লিওলেন মেসি ও লাউতারো মার্টিনেজ।
চলতি মাসের ২১ তারিখ কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার কোপা আমেরিকা অভিযান। ২০২১ সালের শিরোপা জয়ের পর এবছরও আলবিলেস্তেদের লক্ষ্য শিরোপা ধরে রাখা। তবে এটি যে সহজ হবে না, তা জানেন আর্জেন্টাইন এই কিংবদন্তি। তাই সাফল্যের জন্য নিজেদের উজাড় করে দেয়ার প্রতিশ্রুতি দিলেন এই মহাতারকা।
গুয়েতেমালার সঙ্গে ম্যাচ শেষে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে মেসি বলেন, আমরা নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা চালিয়ে যাব। আমরা এখনও শিরোপা জিততে চাই। দিন দিন কাজটা কঠিন হবে, ম্যাচ কঠিনতর হবে। (কোপা আমেরিকা) আবার জেতা কঠিন হবে। তবে আবারও আমরা চেষ্টা করব।
এদিকে গুয়াতেমালার বিপক্ষে জয়ের পর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একাধিক ছবি পোস্ট করে ক্যাপশনে মেসি লিখেছেন, ‘সবাই ঐক্যবদ্ধ।’
The post কোপা আমেরিকার আগে মেসির বিশেষ বার্তা first appeared on Latest BD News – ব্রেকিং নিউজ.