আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি: মানবিক ও সামাজিক সংগঠন প্রতিবাদী কন্ঠের সহযোগিতায় এক গরীব অসহায় ক্যান্সার রোগীর চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের চৌকিদার বাড়ির শফি উদ্দিনের ছেলে খোরশেদ আলম। তিনি পেশায় একজন গার্মেন্টস শ্রমিক। আর্থিক সাবলম্বী না হওয়ায় অসহায় দিন যাপন করছেন তিনি।
খোরশেদ আলম জানান, গত এক বছর আগে আমার পায়ুপথে টিউমার ধরা পড়ে। স্থানীয় ভাবে নানা চিকিৎসা করিয়েছি কিন্তু কোন প্রতিকার পাই নি। দিন দিন সমস্যা বেড়েই চলেছে।
এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকার মহাখালী হাসাপাতালে চিকিৎসার জন্য যাই। তখন বিভিন্ন চেকআপ করালে তখন টিঊমার থেকে ক্যান্সার ধরা পড়ে। এইজন্য প্রাথমিক ভাবে ৮টি থেরাপি ২৫হাজার টাকা ও ২১ দিন পর পর ২৫টি রেডিও থেরাপি করতে এক লক্ষ টাকা খরচ হবে। এরপর দুইটি অপারেশন করতে আরো প্রায় ৩ লক্ষ টাকা খরচ হবে।
ডাক্তার বলেছে, সমস্যা সমাধানের জন্য অপারেশন করতে চার-পাঁচ লক্ষ টাকা খরচ হবে। সেটি আমার পক্ষে সম্ভব নয়। প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা মহাখালী হাসপাতালে গিয়ে থেরাপি দিতে হচ্ছে। তাই চিকিৎসার খরচ চালানোর জন্য খুব হিমশিম খাচ্ছি। যদি কোন বিত্তবান হতদরিদ্র খোরশেদ আলমকে ক্যান্সার থেকে সুস্থ ভাবে বাচার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাহলে তার চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব।
তাই মানবিকতার স্বরূপ প্রতিবাদী কন্ঠের উদ্দ্যেগে তার বাড়িতে গিয়ে অসুস্থ খোরশেদ আলমের পাশে গিয়ে চিকিৎসার জন্য তার হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।
প্রতিবাদী কন্ঠ সামাজিক ও মানবিক সংগঠন থেকে বলা হয়, এই রকম মানবিক কাজ ও গরীব অসহায় মানুষের কল্যাণে সব সময় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
তাই তিনি সমাজের বিত্তবান মানুষ, স্বেচ্ছাসেবী সংস্থা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এর কাছে হাতজোড় করে সহযোগিতা চেয়েছেন। তা না হলে তার এই সমস্যার চিকিৎসা খরচ চালাতে না পারলে আরো কঠিন দিন যাপন ও অপারেশন না হলে সমস্যা বেড়ে যাবে বলে জানান। কোন সহ্রদয় ব্যাক্তি তার চিকিৎসার জন্য এগিয়ে আসলে নিম্নের নাম্বারে যোগাযোগ সহ বিকাশে সহযোগিতা করতে পারেন।
মোহাম্মদ খোরশেদ আলম
বিকাশ/নগদ: 01837487265
আপনার মতামত লিখুন :