ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আসিফ মাহমুদ

বাংলাদেশ চিত্র ডেস্ক

ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আসিফ মাহমুদ

স্পোর্টস ডেস্ক:


  • আপডেট সময়
    শনিবার, ১০ আগস্ট, ২০২৪


বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গতকাল শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাকে এই দায়িত্ব দেওয়া হয়। আসিফ মাহমুদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের কারণে স্বয়ংক্রীয়ভাবেই বিলুপ্ত হয়ে গিয়েছিল বাংলাদেশের মন্ত্রিসভা। তারই ধারাবাহিকতায় শূন্য হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ও। পদ চলে গেছে সাবেক ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের। গতকাল বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারির মাধ্যমে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের মধ্যে বিভিন্ন দপ্তর বণ্টন করা হয়। সেখানে ছাত্রদের প্রতিনিধি আসিফ মাহমুদকে ক্রীড়া দপ্তরের দায়িত্ব প্রদান করা হয়।
এর আগে বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে শপথ নিয়েছেন অন্তর্র্বতী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস এবং অন্য ১৩ জন উপদেষ্টা। তবে ঢাকার বাইরে থাকায় সেদিন তিনজন উপদেষ্টা হিসেবে শপথ নিতে পারেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Share This Article