বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ক্ষমতায় যাওয়ার জন্য জামায়াত উন্মাদ হয়ে গেছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার বিজয় চত্বরে উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফরহাদ হোসেন আজাদ বলেন, যখন চীনে উইঘুর মুসলিমদের গুলি করে হত্যা করা হয়, নির্যাতন নিপীড়ন চালানো হয় তখন কিন্তু জামায়াতের ভাইয়েরা মিছিল করেছে মিটিং করেছে। এখনো কিন্তু উইঘুর মুসলমানদের উপর নির্যাতন থামেনি। এখন কি তারা মিছিল মিটিং করে ? ইসরাইল প্রতিদিন আমাদের মুসলমানদের মেরে ফেলছে আর তারা ইসলামী দল হয়ে এদেশে ইসরাইলের মতো শাসন ব্যবস্থা আনতে চায়। কাজেই তারা আখেরাতকে ভালোবাসে না। তারা হচ্ছে এই বর্তমান ইহ জগতকে ভালোবাসে। ক্ষমতায় যাওয়ার জন্য তারা উন্মাদ হয়ে গেছে।
জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে তিনি বলেন, এই তো কয়েকদিন আগেও চরমোনাই পীরকে এমন কোন ভাষা নেই যে ভাষায় আপনারা আক্রমন করেন নি। তাদের কত পীরের মাজার ভেঙ্গে চুড়মার করে দিলেন। এখন এই চোরমোনাইকে পাশে নিয়ে আপনারা রাজনীতি করছেন এই পৃথিবীর বর্তমান জাগতিক ক্ষমতা পাওয়ার জন্য। ক্ষমতায় যাওয়ার জন্য যাকে যেভাবে দরকার সেভাবে ব্যবহার করছেন। এমনকি মন্দিরে গিয়ে গীতা পাঠ করছেন। এই হচ্ছে তাদের ইসলাম। এজন্য এই অঞ্চলের বিখ্যাত নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছেন,”নীল নদের পানি যেমন নীল নয়, তেমনি জামাত ইসলাম মানে ইসলামিক দল নয়।”
আজাদ আরো বলেন, এতদিন আমাদের আশ্রয়ে প্রশ্রয়ে পরগাছা হিসেবে আমাদের সঙ্গে ছিলেন। আমাদের নেতা জিয়াউর রহমান তাদের পাকিস্তান থেকে এনে নাগরিকত্ব দিয়েছে, লালন- পালন করেছে। এই যে ২০১৮ সালের নির্বাচন করেছে সেই নির্বাচনে ধানের শীষের প্রতীকে নির্বাচন করেছে। আপনাদের বর্তমান আমির, সেক্রেটারি ধানের শীষ প্রতীকে ভোট করেছেন। কিন্তু আপনারা সারাজীবন ভুল রাজনীতি করেছেন। ১৯৪৭ সালে দেশভাগের সময় আমরা ছিলাম পাকিস্তানের পক্ষে আপনারা ছিলেন ভারতের পক্ষে। ১৯৭১ সালে আপনার একই ভুল করলেন আমরা ছিলাম স্বাধীনতার পক্ষে আর আপনারা পাকিস্তানের পক্ষ নিয়ে স্বাধীনতার বিরুদ্ধচারণ করলেন।
দেবীগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা আজিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল গনি বসুনিয়া ও সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ তবারক হ্যাপি সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।