আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি:
বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবীতে নোয়াখালী জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে
নোয়াখালী প্রেসক্লাবের সামনে অনশন পালন করছে বিএনপি।
নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোকাম হায়দার বিএসসি, ভিপি জসিমের পরিচালনায় জেলা উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনার কাছে জোর দাবি জানান।
এইসময় অনশনে অংশ নেন চৌমুহনী পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জরুল আজিম সুমন, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষা চন্দ্র দাস, বেগমগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মোহাম্মদ রুস্তম আলী, জেলা যুবদলের সদস্য আবুল কালাম আজাদ, মোহাম্মদ বাহার উদ্দিন ইসমাইল, সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, যুগ্ন আহবায়ক মো খোরশেদ আলম, যুবনেতা মো: মহিন, বেগমগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ও সিনিয়র সহ সভাপতি সাহিদুর রহমান শাহিন, হারুন মেম্বার, উপজেলা পৌরসভার বিএনপির শ্রমিকদল, কৃষক দল, মৎস্য দল, যুবদল,ও ছাত্রদলে সহ নোয়াখালীর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ আরো অনেকে।