খালেদা জিয়ার সুস্থতা কামনায় সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল

বাংলাদেশ চিত্র ডেস্ক

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি নিয়াজ মুহাম্মদ খান বিটুর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন বিপু।

এ সময় দোয়ায় অংশ নেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি এবি এম মোমিনুল হক, জসীম উদ্দিন রিপন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহিন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি খ.আ.ম. রশিদুল ইসলাম মোহাম্মদ আরজুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এছাড়া বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপি নেতৃত্বশূন্য অবস্থায় পড়লে দলীয় সিনিয়র নেতারা বেগম খালেদা জিয়ার হাতে দলের নেতৃত্ব অর্পণ করেন। তার নেতৃত্বে দেশের গণতন্ত্র ফিরে এসেছিল। বিশেষ করে ১৯৮৬ সালে তার আপোষহীন নেতৃত্বের মাধ্যমে স্বৈরাচার এরশাদকে বিদায় করা হয়। তার এই ভূমিকার কারণেই দেশের তরুণ সমাজ থেকে শুরু করে ঘরে ঘরে মানুষ বিএনপিকে ভালোবাসে।”

তিনি আরও বলেন, “গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করে যাওয়া বেগম খালেদা জিয়া আজ অসুস্থ। তার এ সংকটাপন্ন অবস্থায় দেশের মানুষ অত্যন্ত উদ্বিগ্ন। জাতিকে এগিয়ে নিতে মহান আল্লাহ যেন সাবেক তিনবারের এই প্রধানমন্ত্রীকে দ্রুত সুস্থতা দান করেন—এ কামনাই করছি। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।”

পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে মাদ্রাসা শিক্ষার্থীরা কোরআন খতম দেন। দোয়া পরিচালনা করেন জামিয়া ইউনুসিয়ার শিক্ষক ও কালাইশ্রীপাড়া মসজিদের খতিব মাওলানা জুনায়েদ আহমেদ।

Share This Article