
জামালপুর প্রতিনিধি:
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, বিদেশে উন্নত চিকিৎসাসহ সরকারের পদত্যাগের একদফা দাবিতে জামালপুরে পদযাত্রা করেছে জেলা বিএনপি।
শনিবার (১৯ আগস্ট) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের মালগুদাম রোড থেকে পদযাত্রাটি বের হয়ে বজ্রাপুর রোডে গিয়ে শেষ হয়।
পদযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন।
পদযাত্রায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিমসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বিএনপিনেতা ওয়ারেছ আলী মামুন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো ও বর্তমান সরকারের পদত্যাগের দাবি জানান।