খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জামালপুরে বিএনপির দোয়া মাহফিল

জামালপুর প্রতিনিধি:

গণতন্ত্রের মা, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জামালপুর জেলা বিএনপি।

বুধবার বিকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।

জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট ফজলুর হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী, শফিউর রহমান শফি, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজিব, দপ্তর সম্পাদক গোলাম রাব্বানী, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিএনপিনেতা ওয়ারেছ আলী মামুন বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যে মামলা দিয়ে তাকে গৃহবন্দি করে রেখেছে এই সরকার। শুধু খালেদা জিয়াকে মামলা দিয়ে তারা ক্ষান্ত হয়নি। বিএনপির অসংখ্য নেতাকর্মীদের নামে মিথ্যে মামলা দিয়ে তাদেরকে চলমান আন্দোলন থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছে এই সরকার।

তিনি আরও বলেন, হামলা-মামলা দিয়ে সরকার পতনের আন্দোলনকে দমানো যাবে না। প্রয়োজনে গণগ্রেফতার হবো তবুও আন্দোলন থেকে পিছ পা হবোনা। আগামী দিনে কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করার আহবান জানান তিনি।

দোয়া মাহফিলে বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share This Article