খুকৃবিতে নানা আয়োজনে প্রধানমন্ত্রীর ৭৭ তম জন্মদিন উৎযাপন

বাংলাদেশ চিত্র ডেস্ক

জেলা প্রতিনিধি(খুলনা):-
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) নানা আয়োজনে প্রধানমন্ত্রীর ৭৭ তম জন্মদিন উৎযাপন করা হয়েছে।

শুক্রবার বেলা ১০ টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস-১ প্রাঙ্গণে অনুষ্ঠানে খুকৃবি’র উপাচার্য অধ্যাপক ড.আবুল কাসেম চৌধুরী কেক কেটে অনুষ্ঠান সূচনা করেন। এসময় বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপাচার্য ড.আবুল কাসেম চৌধুরী তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কে বিনম্র শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একইসাথে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সকলকে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড গুলো তুলে ধরার পাশাপাশি বর্তমান প্রধানমন্ত্রীকে ৫ম বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে পেতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহবান জানান। এসময় তিনি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এরপর, খুকৃবি অস্থায়ী ছাত্র হলের সহকারী প্রাধাক্ষ্য ড. তসলিম হোসেনের পরিচালনায় দোয়ার আয়োজন করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সহ-সভাপতি জনাব তুষার কান্তি রায়।

বাংলাদেশ চিত্র/আনিসুর রহমান

Share This Article