খুকৃবি প্রতিনিধি:-
যথাযোগ্য মর্যাদায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৬০ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২৩ পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষ্যে ১৮ অক্টোবর(বুধবার) সকাল ৯ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর
ড. আবুল কাসেম চৌধুরী। এছাড়াও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন খুকৃবি শাখা ছাত্রলীগ।
এরপর দোয়ার আয়োজন শেষে বৃক্ষ রোপণ, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা ও দেয়ালিকা উন্মোচন করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার সারোয়ার আকরাম আজিজ
রেজিস্ট্রার খন্দকার মাজহারুল আনোয়ার সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি এম.এম. তানসেনুল ইসলাম, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য্য এবং বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক অফিসার পরিষদের নেতৃবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ চিত্র/আনিস