খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে নীল দলের কমিটি গঠন

বাংলাদেশ চিত্র ডেস্ক

স্টাফ রিপোর্টার:-
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি)
আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন ‘নীল দল’-এর ২০২৩-২৪ এর কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

রবিবার (২ এপ্রিল ) খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এর আগে গত ২৮ মার্চ অনুষ্ঠিত বিষয় নির্বাচনী কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের ভিত্তিতে কার্যনির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন তারা।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ক্রপ বোটানি বিভাগের শিক্ষক আরিফ সাদিক পলাশ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফার্ম পাওয়ার অ্যান্ড মেশিনারি বিভাগের শিক্ষক তুহিনুল হাসান।
এছাড়াও অন্যান্য পদে নির্বাচিত সদস্যগণ হলেন, সহ-সভাপতি পদে মোঃ জান্নাত হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিবুল হাসান মোঃ রাব্বি, সাংগঠনিক সম্পাদক অঙ্কুর চৌধুরী, কোষাধ্যক্ষ জেসমিন আরা, আইন ও দপ্তর বিষয়ক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক
হুমায়রা ইয়াসমিন, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ভাস্কর চন্দ্র মজুমদার, বিজ্ঞান ও তথ্য- প্রযুক্তি বিষয়ক সম্পাদক আফসানা ইয়াসমিন, কৃষি ও পরিবেশ বিষয়ক সম্পাদক প্রসেনজিৎ সরকার, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাসমিয়া সুলতানা, মহিলা বিষয়ক সম্পাদক কাজী মৌসুমী আক্তার, কার্যনির্বাহী সদস্য (পদাধিকারবলে) ড. মোঃ মেহেদী আলম, কার্যনির্বাহী সদস্য সাদিয়া ইসলাম, কার্যনির্বাহী সদস্য মোছাঃ সাবিনা আলিম, কার্যনির্বাহী সদস্য জনাব মোঃ আরিফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য প্রিয়াঙ্কা গোস্বামী, কার্যনির্বাহী সদস্য দিলরুবা আক্তার মীর।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর চেতনা ও আদর্শ ধারণ, চর্চা এবং প্রচার করা। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের কল্যাণে ও উন্নয়নে গঠনমূলক অবদান রাখা সার্বিক শিক্ষা ব্যবস্থা উন্নয়নে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কল্যাণে ও উন্নয়নে গঠনমূলক অবদান রাখা অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সামাজিক ও বুদ্ধিবৃত্তিক আন্দোলন গড়ে তোলা, বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান উদযাপন করা; বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করা ইত্যাদি লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় নিয়ে সকলের ঐক্যমতের ভিত্তিতে এই কার্যকরী কমিটি ২০২৩-২৪ গঠন করা হয়েছে বলে জানানো হয়।

উল্লেখ্য, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের কল্যাণে ও উন্নয়নে গঠনমূলক অবদান রাখা, সার্বিক শিক্ষা ব্যবস্থা উন্নয়নে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কল্যাণে ও উন্নয়নে গঠনমূলক কাজ করার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে নীল দল।

বাংলাদেশ চিত্র/আনিস

Share This Article