গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনে অসংখ্য নারী ও শিশু প্রাণ দিয়েছেন: এড. মনা

বাংলাদেশ চিত্র ডেস্ক

খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, স্বৈরশাসকের বিদায় হলেও ষড়যন্ত্র থেমে যায়নি, ষড়যন্ত্র চলমান আছে। পার্শ্ববর্তী দেশের ফাঁদে পা দিয়ে, আমাদের দেশের কিছু রাজনৈতিক দল বিভ্রান্তিমূলক কথা বলছে। সকল ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিয়ে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। আর সেজন্যে মহিলাদলকে আরো বেশি ঐক্যবদ্ধ হতে হবে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৪টায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর মহিলা দলের দোয়া মাহফিল পুর্ব সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘ প্রায় ১৬বছরের ফ্যাসিবাদী আওয়ামী শাসনের হাত থেকে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশ মুক্ত হয়েছে। এই বিপ্লবে দেশের অসংখ্য ছাত্র-জনতা, এমনকি নারী ও শিশু প্রাণ দিয়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধারে নারীদের যে অবদান, সেটাকে আমরা কখনোই অস্বীকার করতে পারবো না। জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে উল্লেখ করে বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সমাজে নারীর গুরুত্বের প্রভাব সম্পর্কে তাঁর ১৯ দফায় নারীর গুরুত্বের কথা উল্লেখ করেছেন এবং ১১ দফায় আমাদের সমাজে নারীর প্রতি যথাযথ সম্মান ও দায়িত্বের কথা স্পষ্টভাবে উল্লেখ করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১৬ মে একটি উদ্বোধনী অনুষ্ঠানে বলেছিলেন এদেশের জনসংখ্যার অর্ধেক নারী; তারা সমাজের উন্নয়নে অংশগ্রহণের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা পাবে। নারী উন্নয়নে পশ্চাৎপদ রেখে জাতি উন্নত হতে পারে না।

আজিজা খানম এলিজাকে সভাপতিত্বে ও কাওসারী জাহান মঞ্জুর পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাবেক এমপি সৈয়দা নার্গিস আলী, বদরুল আনাম খান, মিজানুর রহমান মিলটন, আনজিরা খাতুন, অ্যাডভোকেট হালিমা আক্তার খানম, সালমা বেগম, রোকেয়া ফারুক, শাহনাজ সরোয়ার, কাওছারী জাহান মঞ্জু, পাপিয়া রহমান পারুল, মরিয়াম খাতুন মুন্নি, রুমা আক্তার, আরিফা চুমকি, ফরিদা বেগম, কোষাধ্যক্ষ ময়না বেগম, প্রচার সম্পাদক লুবনা ইয়াসমিন বিউটি, এড. জাহানারা পারভীন, মলি চৌধুরী, পারভনি বেগম, এড. কামরুন্নাহার হেনা, মদিনা হাওলাদার, রেশমি সুলতানা প্রমূখ। আলোচনা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়া গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ ও দীর্ঘায়ূ কামনা এবং মহিলা দলের প্রয়াত নেতাকর্মীর আত্মার মাগফিরাত কামনা করা হয়। উল্লেখ্য, ১৯৭৮ সালের ৯ সেপ্টেম্বর মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন।

Share This Article