গণতন্ত্র পুনরুদ্ধারে ও দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশ

আজিজ আহমেদ

নোয়াখালী প্রতিনিধিঃ

গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা বাস্তবায়নে ও গ্যাস বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মুল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে নোয়াখালী জেলা বিএনপি ও এর বিভিন্ন অংগ সংগঠনের উদ্যোগে প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১১ টার সময় নোয়াখালী প্রেস ক্লাবের সামনে এ প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।

নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে এ সমাবেশে দলের জেলা-উপজেলার বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফার দ্রত বাস্তবায়নের সরকারকে আহবান জানান। নচেত সরকার পতের এক দফা দাবিতে নেতা-কর্মীদের যে কোন কঠিন কর্মসুচিতে রাজপথে থাকার জন্য প্রস্তত হতে নির্দেশ দেন।

বিএনপির এ কর্মসুচি সুষ্ঠ ভাবে পালন ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সমাবেশের আশপাশসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল।

Share This Article