জাতীয় ঐকমত্য কমিশনে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের প্রস্তাব দেবে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। প্রয়োজনে একই সাথে গণপরিষদ ও আইনসভা নির্বাচন হতে পারে বলে মত দিয়েছে দলটি। সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের যুগ্ম আহ্বায়ক ও সংস্কার প্রস্তাবনা কমিটির সমন্বয়ক সারোয়ার তুষার। নির্বাচনে প্রার্থীর বয়স ২১ বছরের সিদ্ধান্তে দ্বিমত পোষণ করে ২৩ বছর করার প্রস্তাব দেওয়া হবে বলেও জানান তিনি।