গণমাধ্যমের সঙ্গে ইসির সংলাপ আজ

বাংলাদেশ চিত্র ডেস্ক

আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার (৬ অক্টোবর) গণমাধ্যমের সঙ্গে নির্বাচনি সংলাপ করবে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির জনসংযোগ শাখার সহকারি পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানিয়েছেন। গত ২৮ সেপ্টেম্বর সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে নির্বাচনি সংলাপ শুরু করেছিল এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন কমিশন।

তিনি জানান, সকাল সাড়ে ১০টায় ইলেকট্রনিক মিডিয়া (টেলিভিশন) এবং দুপুর আড়াইটায় পত্রিকা ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। এই সংলাপে দুই দফায় ৪০ জনের মতো গণমাধ্যম প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার আরও জানান, আগামীকাল (৭ অক্টোবর) নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপে বসার কথা রয়েছে। এরপর জুলাই যোদ্ধা, রাজনৈতিকদলগুলোর সঙ্গেও বসবে ইসি।

উল্লেখ্য, ইতিমধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, সংলাপে উঠে আসা মতামত তার কমিশন বাস্তবায়ন করবে।

Share This Article