গণস্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের কনসালটেন্ট ডা. গোলাম রহমান শাহজাহান।
এদিকে সোমবার (৩ জুলাই) গণস্বাস্থ্য কেন্দ্রের সিইও হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় তাকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক প্রফেসর ডা. মোঃ গিয়াস উদ্দিন সহ অন্যান্য কর্মকর্তারা।
শুভেচ্ছা প্রদানকালে ডা. মোঃ গিয়াস উদ্দিন বলেন, 'গণস্বাস্থ্য কেন্দ্রের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তাকে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে শুভেচ্ছা। আপনার গণস্বাস্থ্য কেন্দ্রের সাথে দীর্ঘদিনের সমন্বয়ের ভিত্তিতে আপনি প্রজ্ঞার সাথে এই কেন্দ্রকে উত্তরোত্তর এগিয়ে নিয়ে চলুন। আমরা আপনার সার্বিক সহযোগিতায় থাকব।'
এসময় ডা. গোলাম রহমান শাহজাহান বলেন, 'আমি আমার দায়িত্ব শুধু নিজের জন্য নয়, আমি ডা জাফরুল্লাহ চৌধুরীর বাকী অপূর্ণিয় জনকল্যাণমুখী স্বপ্ন গুলো বাস্তবে রুপ দিতে সারাদেশ সহ সারাবিশ্বে গণস্বাস্থ্য কেন্দ্রের নাম উজ্জ্বল এবং সাধারণ মানুষের সেবা মূখী হিসেবে গড়ে তুলবো এবং একাজে সকলের একাত্ম সহযোগিতা কামনা করি।'
এদিকে প্রধান নির্বাহী কর্মকর্তার নিযুক্ত হওয়ার আগে দূর্নীতির অভিযোগে অভিযুক্ত কয়েকজনকে অব্যাহতি দেয়ায় গণস্বাস্থ্য কেন্দ্র ও গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক কয়েকটি বিশেষ পদ সৃজন হয় এবং সাম্প্রতিক সময়ে নিযুক্ত কর্মকর্তারা হলেন, মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মোঃ ইকবাল হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক প্রফেসর ডা মোঃ গিয়াস উদ্দিন,
গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের সহকারী অধ্যক্ষ ডা. কবির শিকদার প্রমুখ।
উল্লেখ্য, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ভর্তির বিষয় সহ বিভিন্ন অর্থ কেলেঙ্কারিতে বহিষ্কৃত মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মহিবুল্লাহ খন্দকারের সাথে জড়িত থাকায় ও দুর্নীতির দায়ে ডা: মন্জুর কাদির আহমেদের অব্যাহতিতে ভারপ্রাপ্ত সিইও হয়েছেন ডা: গোলাম রহমান শাহজাহান।