
মোঃ ফাহিম আল হাসান, গবি প্রতিনিধি ::
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) আন্তর্জাতিক মেডিকেল ফিজিক্স দিবস উদযাপিত হয়েছে। বর্ণাট্য আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার (৭ই নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় এ আয়োজন সম্পন্ন হয়।
এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় – ‘বিশ্বব্যাপী চিকিৎসা পদার্থবিজ্ঞানের অগ্রগতি প্রচারের ছয় দশক’। আয়োজনের শুরুতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন এ আলোচনা সভা করা হয় তারপর একটি শোভাযাত্রা বের হয়ে মূল ফটক, বাদামতলা ঘুরে পুনরায় একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়। এসময় ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মেডিকেল ফিজিক্স ৬০ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে একটি কেক কাটা হয়।
মেডিকেল ফিজিক্স এন্ড বায়োমেডিকেল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মোঃ আবুল হোসেন, ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড জহিরুল ইসলাম খান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. করম নেওয়াজ, রেজিস্টার এস. তাসাদ্দেক আহমেদ ও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ড. আবুল হোসেন বলেন, গবেষণার মাধ্যামে মেডিকেল ফিজিক্স দিন দিন অনেক এগিয়ে যাচ্ছে , এটা শিক্ষার্থীদের সৌভাগ্য বলা যায়। মেডিকেল সেক্টরে ইঞ্জিনিয়ারিং যোগ হওয়ার ফলে চিকিৎসা বিজ্ঞান অনেকদূর এগিয়ে গেছে। শিক্ষার্থীদের উচিত এর ভবিষ্যত বুঝে নিজেকে গড়ে তোলা।
ড. মোঃ নুরুল ইসলাম বলেন, এ দিনটি মেডিকেল ফিজিক্স ডিপার্টমেন্টের অন্যতম একটি দিন। এদিনে মাদাম কুরীর মতো মানুষের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতেই হবে। তিনি মেডিকেল সেক্টরে যে অবদান রেখেছে তা অনস্বীকার্য। তার আদর্শ ধারণ করে এ বিভাগের শিক্ষার্থীদের অনেক বড় পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা আমরা সবসময়ই করি।
প্রসঙ্গত, পদার্থবিজ্ঞানে মাদামী কুরির অবদানের স্বীকৃতিস্বরূপ তার জন্মদিনে ২০১৩ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। সেই ধারাবাহিকতায় একই বছর থেকেই গবিতেও দিবসটি পালন করা হচ্ছে।