গত ৫ বছরে এমন শক্তিশালী ভূমিকম্প দেখিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ শুক্রবার (২১ নভেম্বর) সকালে মিরপুরে এক অনুষ্ঠানে গিয়ে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, সতর্কীকরণ বার্তা দিয়ে দিন শুরু হলো। ভূমিকম্পের ঝুঁকি শুধু সুউচ্চ ভবনের কারণে নয়; জলাশয় ভরা, পাহাড় কাটা, ইটভাটা তৈরি করাও অন্যতম কারণ। একটা গোষ্ঠী মনে করে, তারা আইন মানবে না। এই কালচার থেকে সরে আসা জরুরি। জলাশয়, পাহাড়ে হাত না দেয়ার অনুরোধ জানান তিনি।
ঢাকাসহ সারা দেশে আজ সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৭।