গবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বাংলাদেশ চিত্র ডেস্ক

মোঃ ফাহিম আল হাসান, গবি প্রতিনিধিঃ

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন মিলনায়তনে শহীদদের স্মরণে মাগফিরাত কামনা করে নিরবতা পালন করে আয়োজিত হয় এ অনুষ্ঠান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা.আবুল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. অনিরুদ্ধ কাহালি। এসময় আরও উপস্থিত ছিলেন, গণ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. অনিরুদ্ধ কাহালি বলেন, “ভাষার দিকে আমাদের বর্তমানে আগ্রহ অনেক কম তবে এদিক থেকে গণ বিশ্ববিদ্যালয় অনেক এগিয়ে। “
“ভাষা শহীদরা ৫২ তে প্রাণ দিয়েছিলো বলেই আজকে আমাদের শুধু রাষ্ট্রভাষা বাংলা না, আজকে আমরা স্বাধীনতা অর্জন করেছি।”একুশ মানেই মাথানত না করা।

একুশ আমাদের শিখিয়েছে মাথা নত না করতে। কারন সেখান থেকেই বাঙ্গালী প্রথম ধাপ করেছে স্বাধীনতা অর্জনের বলেও মন্তব্য করেন তিনি।

পরবর্তী পর্বে সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন বলেন, আমার ধারণা একসময় একমাত্র বাংলাদেশেই শুধু বাংলার চর্চা থাকবে। অন্যান্য দেশে বাঙালি যারা আছেন তাদের ক্ষেত্রে বাংলা ভাষার প্রচন কমে গেছে যেটা আমি অন্যান্য কয়েকটি দেশ ঘুরে প্রত্যক্ষ করেছি। তাই ভাষার অস্তিত্ব রক্ষায় আমাদের উচিত সব সময় বাংলা ভাষা প্রয়োগে সচেষ্ট থাকা।

পরে শিক্ষক ও কর্মকর্তারা ভাষা আন্দোলন নিয়ে রচিত গান এবং দেশাত্মবোধক গানের সংমিশ্রণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা এ পরিবেশনা উপভোগ করেন।

Share This Article