
ফাহিম,গবি প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে গণ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সিএসই বিভাগের বর্তমান শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে।
এসময় বিশ্ববিদ্যালয় মসজিদের ইমাম সাহেব সহ উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী সহ সিএসই বিভাগের শিক্ষক ও সকল সেমিষ্টারের শিক্ষার্থীরা।
ইফতার আয়োজনের বক্তব্যে সিএসই বিভাগের সিনিয়র লেকচারার মোঃ আতিকুর রহমান বলেন, ‘আজকের আয়োজনটা অসাধারণ ছিলো। একসাথে শিক্ষার্থীদের সাথে ইফতার করে খুবই ভালো লাগছে। এভাবে একসাথে ইফতারি করার রীতি অব্যহত থাকুক।’
ঐ বিভাগের ৭ম সেমিস্টারের শিক্ষার্থী ফজলে রাব্বি রাজ বলেন, ‘সিএসই বিভাগ একটি পরিবারের মত। আমি এই পরিবারের সদস্য হতে পেরে এবং প্রতি রমজানের মত আজকের এই দিনে একত্রে ইফতারে শামিল হতে পেরে নিজের কাছে অসাধারণ একটি অনুভূতি লাগছে যা শুধুমাত্র ভাষায় প্রকাশ করা অসম্ভব। আমরা চাই এই ধারা আগামীতেও অব্যাহত থাকুক এবং পরিবারের হৃদ্যতা বেড়ে উঠুক।’
৭ম সেমিস্টারের আরেক শিক্ষার্থী মোঃ শাকিল আহমেদ বলেন, ‘বিভাগের সবাইকে একসাথে একতাবদ্ধ দেখতে খুবই ভালো লাগে। আজ একসাথে সব শিক্ষার্থীরা ও শিক্ষকরা মিলে ইফতারি করলাম, খুবই ভালো লাগছে। আয়োজনটাও খুব গোছালো ছিলো।’
ইফতার শেষে কেন্দ্রীয় খেলার মাঠে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে একসঙ্গে মাগরিবের নামাজ আদায় করে শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিভাগের ৮ম ও ৭ম ব্যাচের শিক্ষার্থীবৃন্দ। সার্বিক সহযোগীতায় ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষার্থীরা।