গবি টি ১০ ক্রিকেটে চ্যাম্পিয়ন ওসান ব্লু, রানার্সআপ প্রিডেটরস

ফাহিম আল হাসান

গবি প্রতিনিধিঃ

সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি) এ টি ১০ ক্রিকেট টুর্নামেন্ট সিজন ১ এর ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে অসেন ব্লু এবং রানার্স আপ হয়েছে টিম প্রিডেটরস।
শুক্রবার (১৬ জুন) বিকালে জাতীয় সংগীত এবং শহীদ মুক্তিযোদ্ধাদের সম্মানে নিরবতা পালনের মাধ্যমে খেলা শুরু করে দু’দলের খেলোয়াড়বৃন্দ।

খেলার শুরুতে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন টিম প্রিডেটরস’ এবং ১০ ওভারে ৬৪ রান সংগ্রহ করেন। অধিনায়ক সফরের নেতৃত্বে ৬৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৭ উইকেটে জয়লাভ করে ‘টিম অসেন ব্লু’। ম্যান অব দ্যা টুর্নামেন্ট হিসেবে নির্বাচিত হন কিশুর শিপ্ত।

বিশেষ অতিথি গণ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এসআই,ডিএমপি মো: মনসুর হোসেন মানিক বলেন, ‘গণ বিশ্ববিদ্যালয় এর সাধারণ শিক্ষার্থীদের এই আয়োজনে আমি অত্যন্ত আনন্দিত। আমি পেশাগত কারনে উপস্থিত না হতে পারলেও মনস্তাত্ত্বিক এবং সার্বিক সহযোগিতায় এই টুর্নামেন্টের সফলতা কামনা করি। গণ বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থী এগিয়ে চলুক দূ্র্বার গতিতে।’

চ্যাম্পিয়নস দলের অধিনায়ক সবুর হোসেন বলেন, আমরা এবার যে চ্যাম্পিয়ন হয়েছি এখানে কৃতিত্ব আমাদের দলের সকল সদস্যদের। এমন ধারা সব সময় অব্যাহত রাখতে চাই।

রানার্সআপ দলের জ্যেষ্ঠ খেলোয়াড় আহমেদ সোলাইমান বলেন, ‘তরুণ সমাজ খেলাধুলা, শরিরচর্চার ভেতরে থাকলেই সমাজ জেগে উঠবে পারবে নতুন উদ্যোমে নিজেকে গড়তে। সে ধারাবাহিকতায় আমরা সব সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এমন আয়োজন করি খেলাধুলার বিষয়ে। হারজিত থাকবেই। তবে ভালো লেগেছে সবাই আজ সাপোর্ট করেছে, সাড়া দিয়েছে শতাধিক শিক্ষার্থী খেলোয়াড় হিসেবে। প্রতিবছরই আমরা ক্রিকেটের এমন আয়োজন করতে চাই।’

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবির ফিজিক্যাল ইন্সট্রাকটর প্রধান মো: হাবিব উদ্দিন, অ্যাড.আকতারুল ইসলাম এবং আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবির প্রাক্তন ছাত্র মো. সুজন রানা ও মো. আরিফুল ইসলাম

উল্লেখ্য, ৪ জুন মোট ৮টি দলে শতাধিক খেলোয়াড় নিয়ে টি ১০ টুর্নামেন্টটি শুরু হয়েছিল। টিম প্রিডেটরস এর তত্ত্বাবধানে ছিল গণ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাহিদ। টিম ওশান ব্লু এর তত্বাবধানে ছিল গণ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জিবু।

Share This Article