দেয়ালে ক্যালেন্ডারের দিকে চোখ পড়তে না পড়তেই আরো একটা বছর বিদায় নিল। পুরোনো বছরগুলোর মতো দেখতে দেখতে শেষ হয়ে গেল ২০২৩ সাল। সময়ের স্রোতে অতিবাহিত হয়ে গেল আরেকটি বছর। মানুষ তার প্রত্যাশা নিয়েই শুরু করে নতুন দিন, মাস, বছর এবং এগুলো শেষ হতেই চারপাশে ভেসে বেড়ায় প্রত্যাশা অনুযায়ী কতটুকু অর্জন জীবনের ঝুলিতে যুক্ত করতে পেরেছে। শিক্ষার্থী শব্দটার সাথেই প্রথমত উঠে আসে তার প্রত্যাশা এবং প্রাপ্তির কথা। তাই বছর শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশা এবং প্রাপ্তির কথা তুলে ধরেছেন গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারহান হোসেন।
‘প্রত্যাশার সমান্তরালে এর প্রাপ্তি’
চোখোর পলকেই শেষ হয়ে হেল ২০২৩। ঘরের কোনায় ঝুলে থাকা ক্যালেন্ডারের শেষ পাতাটি জানান দিচ্ছে আরেকটি বছর শেষ হয়ে যাচ্ছে। বছরের শুরুতে অন্যান্য মানুষের মতো আমারও কিছু প্রত্যাশা ছিল। আমাদের দেশ হবে উন্নত ও সমৃদ্ধশালী। যেখানে থাকবেনা কোন দারিদ্র। মানুষ স্বাধীনভাবে চলফেরা করবে, স্বাধীন ভাবে নিজের মনের ভাব প্রকাশ করবে। কিন্তু বছর শেষে বাস্তবতা ভিন্ন কথা বলছে বাংলাদেশের অধিকাংশ মানুষই আজ স্বাধীনভাবে তার মনোভাব প্রকাশ করতে পারছে না। দেশের গণমাধ্যমকে এক প্রকার পঙ্গু করে দেয়া হয়েছে। দুর্নীতিতে একসময় চ্যাম্পিয়ন বাংলাদেশ এখনও একদল মুষ্টিমেয় মানুষের কাছে বন্দি। এবছরই আমরা দেখতে পেলাম দেশের প্রতিটা ক্ষেত্রেই সিন্ডিকেটের প্রভাব স্পষ্ট। তাই বলা যায় যে প্রত্যাশা ও প্রপ্তি দুটি জিনিস সবসময় সমান্তরালে চলে কখনও তারা একে অপরের সাথে মিলিত হয় না কখনই।
আফরা রুমালি সুপ্তি,
২য় বর্ষ,
আইন বিভাগ।
‘প্রত্যাশা ও প্রাপ্তিতে দেশের শিক্ষাঙ্গন’
দেখতে দেখতে ২০২৩ সাল শেষ হয়ে গেল। ২০২৩ এ আমার সবচেয়ে বড় প্রত্যাশা ছিল দেশের শিক্ষাঙ্গন নিয়ে। দেশের শিক্ষাব্যবস্থা এখনও মান্ধাতার আমলের রীতি-নীতি মেনে চলছে। দেশের মেধাবীদের একটি বড় অংশ লেখাপড়া শেষ করে বিদেশে পাড়ি জমাচ্ছে। এদেশে গবেষণা কমে যাচ্ছে। মেধার মূল্যায়ন সঠিক ভাবে হচ্ছে না। রাজনীতির কাছে আজ মেধা হেরে যাচ্ছে। আমাদের প্রতিবছরই প্রত্যাশা থাকে দেশের শিক্ষাব্যবস্থার উন্নতি হোক কিন্তু বছর শেষে সেই প্রত্যাশার সাথে প্রাপ্তি লাভ হয় না। এ বছর আমাদের শিক্ষামন্ত্রী নতুন শিক্ষানীতির ঘোষনা দিয়েছেন যা কিছুটা হলেও শিক্ষাব্যবস্থার পরিবর্তন করতে সক্ষম হবে। নতুন শিক্ষাক্রমের অনেক শক্তিশালী ও ইতিবাচক দিক রয়েছে, কিন্তু সেগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা যাবে কি না- সেটি বড় প্রশ্ন। এছাড়াও দেশে নতুন নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় চালু হচ্ছে যা শিক্ষার বিস্তারে নানা ভুমিকা রাখবে।
সানজিদা খানম ঊর্মি,
১ম বর্ষ,
ফার্মেসি বিভাগ।
‘নতুন আশায় দেখব নতুন করে দিনযাপনের স্বপ্ন’
প্রকৃতির চিরায়ত নিয়মে জীবন থেকে শেষ হতে যাচ্ছে আরও একটি বছর ২০২৩। নতুন বছরে ব্যক্তি যেমন নিজেকে নতুন করে সাজিয়ে নিতে চাই তেমনি একজন সু-নাগরিক হিসেবে দেশের জন্য থাকে তার কিছু স্বপ্ন, কারণ আমরা মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে। ২০২৩ জুড়ে ছিলো কিছু প্রত্যাশা আর মধ্যে অন্যতম ছিলো মহামারীর প্রকোপ যেন প্রিয় ক্যাম্পাসে ও দেশে পুনরায় না পড়ে, দেশের দ্রব্যমূল্যের উর্ধগতি নিয়ন্ত্রণ করে দেশের মানুষের মৌলিক চাহিদা শতভাগ পূরণ হোক সেই সাথে প্রত্যাশা ছিলো দেশের বিভিন্ন মেগা প্রকল্প গুলোর কাজ সুন্দর ভাবে শেষ হয়ে দেশের মানুষের জীবণ-যাত্রার মান সহজ হোক। দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ফলে বাজারদর নিয়ন্ত্রণ কিছু অংশে বাস্তবায়ন হলেও অধিকাংশ ক্ষেত্রে সাধারণ মানুষের মৌলিক চাহিদা শতভাগ নিশ্চিত করা সম্ভব হয়নি। দেশের মেগা প্রকল্প গুলোর মধ্যে ঢাকা মেট্রোরেল প্রকল্প, পদ্মা সেতু এবং কর্ণফুলী টানেল সহ আরও বেশ কিছু প্রকল্পের কাজ সম্পুর্ণ শেষ হয়েছে ফলে দেশের মানুষ দূরদূরান্তে যাতায়াত ও ব্যবসা-বানিজ্যের ক্ষেত্রে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। বছরের শেষ সময়ে এসে সকল সংশয়, সঙ্কট, উদ্বেগ ও অপ্রাপ্তি কাটিয়ে উঠে নতুন ভাবনা নতুন আশায় নতুন করে দিনযাপনের স্বপ্ন দেখছি আমি।
মো: মাহিদুজ্জামান সিয়াম,
১ম বর্ষ,
ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ,
‘প্রাপ্তির পাল্লা ক্রমশই হালকা’
নানা ঘটনা-অঘটনা, প্রাপ্তি-অপ্রাপ্তি, চড়াই-উতরাই, উদ্বেগ-উৎকণ্ঠা ও আনন্দ-বেদনার সাক্ষী হয়ে কালের গর্ভে সময়ের স্রোতে হারিয়ে যায় প্রতিটি বছরই। বাংলাদেশের স্বাধীনতার ৫২তম বছর হলো ২০২৩ সাল। মেট্রোরেল আর নতুন শিক্ষা কারিকুলাম ছিলো এইবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। এ বছরে ব্যাপক অবকাঠামো উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়েছে দেশ। প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব মিলিয়ে দেখলে প্রাপ্তির পাল্লা ক্রমশই হালকা হয়ে যাবে। বছর শুরুতে প্রত্যাশা ছিল বাংলাদেশ হবে সবচেয়ে সুখী ও একটি আত্মনির্ভরশীল দেশ, শেষ হবে ইসরাইল ফিলিস্তিন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ। থামবে মানুষে মানুষর হানাহানি রক্তপাত। কিন্তু ২৩ এর শেষে এসে দেখছি প্রত্যাশার সাথে প্রাপ্তির হিসাবের আকাশ পাতাল সম্পর্ক। নতুন বছরে আমাদের প্রত্যাশা থাকবে মানুষের পারিবারিক,সামাজিক ও অর্থনৈতিক সকল ক্ষেত্রে যেন সৃষ্টিকর্তার রহমত বর্ষিত হউক।
নুর হোসেন,
১ম বর্ষ,
রসায়ন বিভাগ।
বাংলাদেশ চিত্র/আনিস