আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জে ধ্রুবতারা ইয়ুথ ডেভলপমেন্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে গরীব অসহায়, দু:খী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
সাংবাদিক সাইফুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, যুব ক্রীড়া মন্ত্রনালয়ের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইন্সটিটিউট এর প্রধান কাউন্সিলর সদস্য, জাতীয় যুব কাউন্সিল এর নির্বাহী সদস্য, ধ্রুবতারা ইয়ুথ ডেভলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহি কর্মকর্তা অমিয় প্রাপন চক্রবর্তী (অর্ক) মধ্যম গনিপুর বাইতুন নুর জামে মসজিদ প্রাজ্ঞনে এই কার্যক্রম বিতরণ করেন।
তিনি বলেন, যুবদের কল্যানে ও মানুষের পাশে সবসময় সহযোগিতা অব্যাহত রাখবেন। সেই সাথে বেগমগঞ্জ উপজেলায় প্রত্যেক ইউনিয়নে এই খাদ্য সহায়তা ক্রমান্বয়ে চালিয়ে যাবেন বলে তিনি জানান।
এই সময় উপস্থিত ছিলেন ধ্রুবতারার চট্রগ্রাম বিভাগের দায়িত্ব প্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সাকিব, বেগমগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হৃদয় সাহা, নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের সভাপতি তাজুল ইসলাম মানিক ভুইয়া, আজিজ আহমেদ, শাহরিয়ার শিপন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।