
ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রায়হান জামিল আবারও আলোচনায়। এর আগে মাত্র ১০ টাকায় ইলিশ বিক্রি করে ভাইরাল হওয়া এই প্রার্থী এবার ঘোষণা দিয়েছেন ১ টাকায় গরুর মাংস বিতরণের।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার গরুর মাংস বিতরণের একটি পোস্টার ভাইরাল হয়। পোস্টারে দেখা যায়, আগামী বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভাঙ্গা উপজেলায় ১ কেজি গরুর মাংস মাত্র ১ টাকায় দেওয়ার উদ্যোগ নিয়েছেন তিনি।
যোগাযোগ করা হলে রায়হান জামিল বিষয়টি নিশ্চিত করে বলেন, “বৃহস্পতিবার গরুর মাংস বিতরণ করব। যাদের দেওয়া হবে, তাদের আগেই তালিকা তৈরি করে টোকেন দেওয়া হয়েছে। আপাতত ১০০ জন অসহায় ও দরিদ্র মানুষকে এই সুবিধা দেওয়া হবে।”
এর আগে, গত ১৭ সেপ্টেম্বর ফরিদপুরের সদরপুর উপজেলায় মাত্র ১০ টাকায় ইলিশ বিক্রির ঘোষণা দিয়েছিলেন রায়হান জামিল। সেদিন খবর পেয়ে বিভিন্ন গ্রাম থেকে শত শত মানুষ সেখানে ভিড় করেন। তবে মাছের পরিমাণ সীমিত থাকায় উপস্থিত জনতার মধ্যে হট্টগোলের সৃষ্টি হয় এবং এক পর্যায়ে জনতার চাপে স্থান ত্যাগ করতে হয় তাকে।