
গবি প্রতিনিধি :
দুই যুগের বেশি সময় ধরে নানান চড়াই উৎরাই পেরিয়ে প্রয়াত ডঃ জাফরুল্লাহ চৌধুরীর স্বপ্ন ধারণ করে সাফল্যের সাথে ২৭ তম বর্ষে পদার্পণ করেছে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ(গসভিমেক)
রবিবার (১৪ জুলাই) গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ ২৬ বছর পূর্তি উদযাপন ও এমবিবিএস ২৯ তম ব্যাচের নবীনবরনের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি এবং বীর মুক্তি যোদ্ধা ডা. নিজামুদ্দিন আহমেদ তিনি, “আদর্শ এবং মানবিক ডাক্তার হওয়ার মাধ্যমে দেশ দশের সেবা করার অহবান জানান এবং সেই সাথে নবীন বরন উপলক্ষে নবীন শিক্ষার্থীদের মাঝে ছাত্রলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী” বই ও উপহার সামগ্রী তুলে দেন।”
এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান সমন্বয়ক ডা.গোলাম রহমান শাজাহান, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ডা. ইকবাল হোসেন এবং শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।
এসময় উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যের মাধ্যমে ছাত্রলীগের ইতিহাস এবং ঐতিয্য তুলে ধরেন।
উল্লেখ্য এ ছাড়াও উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের ছাত্রলীগের সভাপতি সহ আরো অনেক নেতাকর্মীবৃন্দ।
আ/বি