গাংনীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেফতার

বাংলাদেশ চিত্র ডেস্ক

মেহেরপুরের গাংনী উপজেলার করমদি গ্রাম থেকে মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) রাতে গাংনী উপজেলার করমদি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে গাংণী থানার ওসি বানী ইসরাইল জানান, ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় একটি মামলা রুজু হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

ধর্ষণের শিকার কন্যা জানায়, গত ২৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক ২টার সময় অভিযুক্ত পিতা জোরপূর্বক তাকে ধর্ষণ করে।

এরপর সে ৬ দিন নির্বাক ছিল। এরপর তার মার চাপাচাপিতে সে বিষয়টি জানায়। পরে শুক্রবার সে থানায় তার বাবার বিরুদ্ধে মামলা দায়ের করে।

Share This Article