গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ

বাংলাদেশ চিত্র ডেস্ক

 

গাইবান্ধা প্রতিনিধি

তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, দলের আমির ডা. শফিকুর রহমানসহ রাজনৈতিক নেতাকর্মী, আলেম-ওলামাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে গাইবান্ধা জেলা জামায়াতের আয়োজনে সদর উপজেলার মাঠের হাটে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে ওই স্থানে এক সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি।

জেলা জামায়াতের আমির ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল করিমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে সুন্দরগঞ্জ পূর্ব সাংগঠনিক শাখার সভাপতি মো. আতাউর রহমান, জেলা শিবিরের সেক্রেটারি ওমর সানী আকন্দসহ জেলা ও উপজেলার জামায়াতের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা সরকারের পদত্যাগ দাবি করে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান। পাশাপাশি সংগঠনটির আমির ডা. শফিকুর রহমানসহ অন্য নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

Share This Article