গাইবান্ধার সাঘাটায় উপজেলায় ৫'শ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটার বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ মো. রাকিব হোসেন।
এর আগে, দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিমুলতাইড় (কুলিপট্রি) গ্রামে অভিযান চালিয়ে ৫'শ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, শিমুলতাইড় (কুলিপট্রি) গ্রামের আবুল হোসেনের স্ত্রী জমিলা বেগম (৪০) ও ছাট কালপানি (মাঝিপাড়া) গ্রামের কৃষ্ণ চন্দ্র দাসের ছেলে স্বপন চন্দ্র দাস (৩৫)।
বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ মো. রাকিব হোসেন বলেন, গ্রেপ্তারকৃত জমিলা বেগমের বিরুদ্ধে দুটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।