
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সুরত আলী প্রামাণিক (৫৫) নামের এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৮ জানুয়ারি) সকালে সাদুল্লাপুর শহরতলীর ঘাঘট ব্রিজের দক্ষিণ পাশের বাধের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
সুরত আলী প্রামাণিক উপজেলার কামারপড়া ইউনিয়নের পুরানলক্ষীপুর গ্রামের মৃত খয়বর প্রামাণিকের ছেলে।
পুলিশ জানায়, সকালে শহরতলীর ঘাঘট ব্রিজের দক্ষিণ পাশের বাধের নিচে সুরত আলীর রক্তাক্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে।
সাদুল্লাপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সুরত আলী নামের ওই ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। কে বা কারা ধারালো অন্ত্র দিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে। হত্যার রহস্য উদঘাটনে অনুসন্ধান চলছে।