সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিভিন্ন প্রজাতির ১ হাজার গাছের চারা বিতরণ করেছে নবজাগরণ ইয়ুথ সোসাইটি নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে উপজেলার রামজীবন ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের জনসাধারণের মাঝে আম, কাঠাল, মেহগনি, সুপারিসহ বিভিন্ন প্রজাতির এসব গাছের চারা বিতরণ করা হয়।
গাছের চারা বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন নবজাগরণ ইয়ুথ সোসাইটি’র উপদেষ্টা মো. মমিনুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম, মো. মিজানুর রহমান, মো. শাহেন শাহ, আহ্বায়ক মো. আরফাত হোসেন, সদস্য সচিব মো. আসাদুজ্জামান রিপন, যুগ্ম সদস্য সচিব রেদওয়ানুল হক শিপন, সদস্য রিয়াজুল হক, হিরু মিয়া, জনি মিয়া, মিজানুর রহমান, শামীম মিয়া, হাফেজ মো. আব্দুল্লাহ, হাফেজ মো. সাকিব মিয়া প্রমূখ।
নবজাগরণ ইয়ুথ সোসাইটি প্রতিষ্ঠার পর থেকেই এলাকার অসহায় দুস্থদের মাঝে নলকূপ বিতরণ, প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ, এতিম ছাত্রদের মাঝে কুরআন শরীফ বিতরণসহ বিভিন্ন সামাজিক করছে।