গাজায় হামাসের হামলায় ৫ ইসরায়েলি সেনা নিহত

বাংলাদেশ চিত্র ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিসে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী-হামাসের হামলায় ইসরায়েলের ৫ সেনা কমান্ডার নিহত হয়েছেন।

গাজায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামাস গুলি ছোঁড়ে বলে জানিয়েছে ফিলিস্তিনের সংবাদমাধ্যম প্যালিস্টিন ক্রনিকল। তবে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হামলাস্থলে কয়েকজন সেনা এখনো নিখোঁজ।

হামাস সদস্যরা দুই ভাগে বিভক্ত হয়ে অতর্কিত এই হামলা চালায়। খান ইউনিসের যে এলাকায় হামলা হয়েছে সেখানে পরে ইসরায়েলি সেনাবাহিনী তীব্র হামলা শুরু করে।

প্রথমে সেখানে থাকা সেনাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে হামাস। পরে আহত সেনাদের উদ্ধারে আসা সেনাদের আরেকটি দলকে লক্ষ্য করে দ্বিতীয় হামলা চালানো হয়।

এই হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর একটি সাঁজোয়া যানে আগুন ধরে যায়। ঘটনায় আহত ১৫ সেনা সদস্যের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।


Share This Article