ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৬৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই গাজার প্রধান শহর গাজা সিটি এবং উত্তর গাজার বাসিন্দা।
আজ (১৯ এপ্রিল) শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরা। গতকাল মধ্য, উত্তর ও দক্ষিণাঞ্চলেও ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল।
ইসরায়েলের র প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন, ইসরায়েল তার যুদ্ধের লক্ষ্য অর্জনে বদ্ধপরিকর। জিম্মিদের মুক্তি এবং হামাসকে পরাজিত করতে ইসরাইলী সেনাবাহিনী এখন চূড়ান্ত বিজয়ের পথে এগোচ্ছে।
গত দেড় বছরে উপত্যকাটিতে সরকারি হিসেবে মোট নিহতের সংখ্যা ৫১ হাজার ছাড়িয়েছে। যদিও বেসরকারি হিসেবে নিহতের সংখ্যা আরও বেশি। আহত হয়েছেন প্রায় ১ লাখ ১৭ হাজার।
নিহত ও আহতদের মধ্যে ৫৬ শতাংশই নারী ও শিশু। গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার কাছে শাবৌর এবং তেল আস সুলতান এলাকায় ঘাঁটি গেড়েছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ।