
ফিলিস্তিনের গাজায় বিধ্বস্ত ভবন ও ধ্বংসস্তূপের নিচে এবং সড়কে এখনও অনেক মরদেহ পড়ে আছে। অ্যাম্বুলেন্স ও উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে না পারায় এসব মরদেহ উদ্ধার করা যাচ্ছে না।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় আরও ৫৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ২ শতাধিক।
ইসরায়েল সব ধরনের ত্রাণ সহায়তা বন্ধ রেখে গাজাকে অবরুদ্ধ করে সেখানে হত্যাকাণ্ড চালানোয় শহরটিকে বেসামরিক নাগরিকদের জন্য একটি মৃত্যুকূপ বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস।
গাজায় মানবিক সহায়তা বণ্টন নিয়ন্ত্রণে ইসরায়েলের নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি বলেছেন, এই পরিকল্পনা বাস্তবায়ন হলে ত্রাণ আরো সীমিত করা হবে, যা অগ্রহণযোগ্য।
যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর বলেছেন, গাজায় যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্ত করতে কাজ চলছে। সব জিম্মিকে মুক্ত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।