‘গাজা’ নামে সবচেয়ে বড় ড্রোন উন্মোচন করল ইরান

বাংলাদেশ চিত্র ডেস্ক

নিজেদের শক্তিমত্তার জানান দিতে সবচেয়ে বড় ড্রোন উন্মোচন করেছে ইরান। ইসরাইলের সঙ্গে যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের স্মরণে ড্রোনটির নামকরণ করা হয়েছে ‘গাজা’। ড্রোনটি প্রায় ১২০০ মাইল পর্যন্ত যেতে পারে বলে দাবি তেহরানের।

স্থানীয় সময় রোববার (২৬ জানুয়ারি) ইসলামিক রেভুলুশনারি গার্ড কর্পসের প্রধান মেজর জেনারেল হুসেন সালামি এবং আইআরজিসি অ্যারোস্পেস-এর কমান্ডার আমির আলি হাজিজাহ দে গাজা নামের ড্রোনটি পরিদর্শন করেন।

জানা যায়, ড্রোনটি ১২টি বোমা বহন করতে সক্ষম। এটি সীমান্ত অভিযানে ব্যবহৃত হবে বলে জানানো হয়েছে।

এর আগে, গত বছর গাজা নামের এই ড্রোন তৈরির ঘোষণা দেয় ইরান। অবশেষে ড্রোনটি উন্মোচন করল তারা। এটি প্রায় ১২০০ মাইল পর্যন্ত যেতে পারে বলে দাবি করেছে তেহরান।

গাজায় ইসরাইল বর্বরতার বিরুদ্ধে সবসময় সোচ্চার থেকেছে ইরান। তারই ধারাবাহিকতায় গাজায় নিহতদের স্মরণে ড্রোনের নামকরণ করা হয়।

সংশ্লিষ্টরা বলছেন, দেশে উচ্চমাত্রার নিরাপত্তা তৈরি করা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে সীমান্ত রক্ষার ক্ষেত্রে। যদি সেখানে কোনো সন্ত্রাসী বা চোরাকারবারি থাকে বা অন্যান্য কোনো সমস্যা দখা দেয়, সেক্ষেত্রে ড্রোনটি খুবই কার্যকর।

২০২৩ সালে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন আমদানি রফতানিতে জাতিসংঘের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পর থেকে বিশ্বজুড়ে ইরানি অস্ত্রের বিক্রি বেড়েছে কয়েকগুণ। যে তালিকায় উল্লেখযোগ্য অস্ত্র হলো ড্রোন।

Share This Article