গাজীপুরের কালীগঞ্জে ঈদ পুনর্মিলনী ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পূর্ণ

বাংলাদেশ চিত্র ডেস্ক

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর উচ্চ বিদ্যালয় মাঠে আজ (২ এপ্রিল ২০২৫) বুধবার বাদ আসর থেকে কালীগঞ্জ সাহিত্য সাংস্কৃতিক সংসদ কালীগঞ্জ গাজীপুর আয়োজিত ‘সুস্থ সংস্কৃতি সমাজ বদলের হাতিয়ার’ এই স্লোগান, মরহুম অধ্যাপক ইউসুফ আলী, আ.ন.ম. নাজাতুল্লাহ ও মরহুম কবি আসাদ বিন হাফিজের স্মরণে ঈদ পুনর্মিলনী ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কালীগঞ্জ উপজেলা শাখা বাংলাদেশ জামায়াতে ইসলাম-এর আমির মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ইউসুফ আলীর পুত্র নেছার উদ্দিন (মাসুদ)।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর নায়েবে আমির মো. খাইরুল হাসান, বাংলাদেশ জামায়াতে ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মোখলেছুর রহমান খান, মো. আশরাফ আলী কাজল, আফতাব উদ্দিন ও মাওলানা বদিউজ্জামান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন অ্যাডভোকেট তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক, কালীগঞ্জ উপজেলা শাখা, বাংলাদেশ জামায়াতে ইসলাম। বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গীতিকার, সুরকার ও শিল্পী তোফায়েল হোসাইন খান, সভাপতি বাংলাদেশ সংগীত কেন্দ্র এবং আবদুল্লাহ আল নোমান, সাবেক নির্বাহী পরিচালক, সাইমুম শিল্পীগোষ্ঠী।
সাংস্কৃতিক পরিবেশনায় ছিল রঙ্গন সাংস্কৃতিক সংসদ ও কালীগঞ্জ সাহিত্য-সাংস্কৃতিক সংসদ। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করে ন্যাস হোল্ডিং লিমিটেড। অনুষ্ঠানে বিভিন্ন ইসলামিক সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে নারী-পুরুষসহ প্রচুর জামায়াতে ইসলাম-এর কর্মী ও সংগীতপ্রেমী মানুষ উপস্থিত ছিলেন।

Share This Article