গাজীপুরের টঙ্গীতে ছাত্র শিবিরের গণ ইফতার মাহফিল

বাংলাদেশ চিত্র ডেস্ক

১৬ই রমজান গাজীপুরা ঈদগাহ মাঠে ছাত্র শিবিরের মডেল ইনস্টিটিউটের স্কুল শাখা একটি বিশাল গণ ইফতার মাহফিলের আয়োজন করে। এই ইফতার মাহফিলে প্রায় ৩ হাজার মানুষ অংশগ্রহণ করেন। কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে তুরাগ শিল্পী গোষ্ঠী ইসলামী সংগীত পরিবেশন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হোসেন আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গীর ছাত্র শিবিরের সভাপতি ইকবাল কবিরসহ প্রমুখ ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে হোসেন আলী বলেন, “রোজা ও নামাজের পাশাপাশি আমাদের বদরের চেতনাকে ধারণ করতে হবে এবং আল্লাহর পথে জিহাদ করতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে ইকবাল কবির বলেন, “ঈমানী চেতনায় বলীয়ান হয়ে আমাদেরকে আল্লাহর প্রতিনিধির ভূমিকা পালন করতে হবে।”
অনুষ্ঠানে আগত অতিথিরা ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করেন।

Share This Article