গাজীপুর ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশন এর নেতৃত্বে আরেফিন-রিমন


আবু হুরাইরা প্রকাশের সময় : এপ্রিল ২২, ২০২৪, ১১:১৪ পূর্বাহ্ণ /
গাজীপুর ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশন এর নেতৃত্বে আরেফিন-রিমন
গাজীপুর ভেটেরিনারি স্টুডেন্টস' এসোসিয়েশন এর নেতৃত্বে আরেফিন-রিমন

গবি প্রতিনিধিঃ
গাজীপুর ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশন এর সভাপতি গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামসুল আরেফিন সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের এহসানুল হক রিমন।

শনিবার (২০ এপ্রিল) রাত ৯ টায়, তাদের অফিসিয়াল ফেইসবুক পেইজ থেকে গত কমিটির সভাপতি, সম্পাদক ও আহ্বায়ক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে চতুর্থ কার্যনির্বাহী কমিটি ২০২৪-২৫ প্রকাশিত হয়।

নবগঠিত চতুর্থ কার্যনির্বাহী কমিটির সদস্য সংখ্যা ৭৬ জন। যেখানে দেশে ভেটেরিনারি পড়ানো হয় এমন সবগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই স্থান পেয়েছে। কমিটিতে গণ বিশ্ববিদ্যালয়ের ২১ জন স্থান পেয়েছে।

জিভিএসএ এর ৪র্থ কমিটি দিতে গিয়ে বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ডাঃ মোঃ হাবিবুর রহমান বলেন, প্রতিষ্ঠার শুরু থেকেই জিভিএসএ ভেটেরিনারি পেশার ব্রান্ডিং এবং মান উন্নয়নে কাজ করে আসছে। এর ধারাবাহিকতায় ৩টি কমিটি সফল ভাবে তাদের কার্যক্রম শেষ করেছে। সংগঠনের উন্নয়ন এবং গতিশীলতা বজায় রাখতে আমরা ৪র্থ কিমিটি দিয়েছি।আশা করছি নতুন কমিটিতে যারা আসছে তারা সংগঠনকে আরও এগিয়ে নিবে এবং সবাইকে সাথে নিয়ে পেশায় মান উন্নয়নে কাজ করবে।

নবাগত কমিটিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস’ ফেডারেশন, বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন (বিভিএ), দি ভেট এক্সিকিউটিভ সহ অন্যান্য সংগঠন।