গুরুদাসপুরে মনোয়ার হত্যার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব

বাংলাদেশ চিত্র ডেস্ক

নাটোরের গুরুদাসপুরে জমি নিয়ে দ্বন্দ্বে মনোয়ার হোসেন (৩২) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান আসামি হায়দার আলীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার দিবাগত গভীর রাতে মেহেরপুরের গাংনি উপজেলার গাংনি উত্তর পাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়- জমি নিয়ে দ্বন্দ্বে গত ২৩ মে বিকেলে গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কুমারখালী গ্রামে ওই হত্যাকন্ডের ঘটনা ঘটেছিল। এঘটনায় নিহতের পিতা গুরুদাসপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। ঘটনার দিনই মামলার এক আসামীকে গ্রেপ্তার করা হলেও প্রধান আসামি হায়দার গা ঢাঁকা দিয়েছিলেন। এর পর থেকে আসামীকে গ্রেফতারের জোর ততপরতা চালায় র‌্যাব। গোপন সংবাদের প্রেক্ষিতে শনিবার দিবাগত গভীর রাতে মেহেরপুরের গাংনি উত্তর পাড়া থেকে হায়দারকে গ্রেফতার করা হয়। নিহত মনোয়ার এবং আসামিরা গুরুদাসপুর উপজেলার কুমারখালী গ্রামের বাসিন্দা।

Share This Article