টাঙ্গাইলের ঘাটাইলে প্রচন্ড গরম আর প্রখর রোদে ব্যহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। আজ সকালে লোকজন বাইরে বের হয়ে আসলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমাগম কম দেখা যাচ্ছে। তবে স্যালো মেশিন গুলোর হাউজে গোসলের জন্য ভিড় করতে দেখা গিয়েছে শিশু-কিশোর থেকে শুরু করে বৃদ্ধদের।
এদিকে বাইরে আসা লোকজন গরম সইতে না পেরে চায়ের দোকান ও গাছপালার নিচে আশ্রয় নিচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষ।
গত শুক্রবার বেলা ৩ টায় টাঙ্গাইল আবহাওয়া অফিস। ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। এটিই জেলার সর্বোচ্চ তাপমাত্রা বলে নিশ্চিত করেছেন অফিসের উচ্চ পর্যবেক্ষক জামাল হোসাইন।
তিনি জানান, আজ দুপুর ৩টায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে আরও বাড়বে। সন্ধ্যা ৬টায় সর্বশেষ তাপমাত্রা মাপা হবে। আরও দুইদিন এ তাবদাহ অব্যাহত থাকবে বলেও জানান এ আবহাওয়াবিদ।
তাপদাহে রোগীর চাপ বেড়েছে হাসপাতালগুলোতে। গরমে নানা রোগে আক্রান্ত হচ্ছেন শিশু, বৃদ্ধ ও শ্রমজীবীরা। এমন পরিস্থিতিতে বেশি করে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও তরল খাদ্য গ্রহণের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
অন্যদিকে পোশাক ব্যবসায়ীরা বলছেন, অতিরিক্ত গরমের কারণে ক্রেতারা শপিংমলে আসছেন না। যার কারনে ব্যবসার পরিস্থিতি খুবই খারাপ যাচ্ছে।