ঘুষ দিলেই মিলছে পাসপোর্ট

বাংলাদেশ চিত্র ডেস্ক

আমিরুল ইসলাম থাকেন কুয়ালামপুরে। গ্রামের বাড়ি রাজশাহী। তিন বছর আগে ভাগ্য বদলের আশায় যান মালয়েশিয়া। প্রতি মাসে ২ হাজার ২০০ রিংগিতে চাকরি করেন একটি রেস্টুরেন্টে। কিন্তু তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে পড়েন সমস্যায়। একবার পুলিশ এসে পাসপোর্ট তল্লাশি করে সতর্কও করে গেছে। বলে গেছে দ্রুত নবায়ন করতে। আর না হয় পাঠিয়ে দেবে দেশে।
আমিরুল দ্রুত যোগাযোগ করেন পাসপোর্ট অফিস ও সার্ভারে। কিন্তু বন্ধ পান… বিস্তারিত

Share This Article