দিনাজপুরের ঘোড়াঘাটে ৪০০ গ্রাম গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও মাদক সেবনের সময় অপর আরেক মাদক সেবীকে আটক করে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
রবিবার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে থানা পুলিশ। গাঁজা উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একজনের বিরুদ্ধে একটি মামলা করেছে।
গ্রেপ্তার আসামীরা হলেন, ঘোড়াঘাট উপজেলার কানাগাড়ী গ্রামের মৃত আকবর আলীর ছেলে রুস্তম আলী (৪৬) এবং অপরজন দামোদরপুর শৌলা গ্রামের মাহাফুজ রহমানের ছেলে রিপন কবির (৩৫)।
এদেরমধ্যে মাদক সেবনের অপরাধে আটক রিপন কবিরকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দুপুর ২টার সময় তারা জানতে পারে বরাতীপুর শালধোয়া গ্রামের জলিল হাজীর আমবাগানে কয়েকজন ব্যক্তি মাদক বেচাকেনা করছে। খবর পেয়ে সেখানে পুলিশ উপস্থিত হলে একজন দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাকে আটক করলে তার কাছে থাকা গামছায় মোড়ানো অবস্থায় ৪০০ গ্রাম গাঁজা জব্দ করে।
একইদিন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের পৃথক আরেকটি দল দামোদরপুর শৌলা গ্রামে অভিযান চালায়। অভিযানে নিজ বাড়িতে মাদক সেবনের সময় রিপন কবিরকে আটক করে পুলিশ। পরে তাকে সাজা প্রদান করে ভ্রাম্যমান আদালত।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, পুলিশ সুপার স্যারের নির্দেশে আমরা নিয়মিত মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছি। গ্রেপ্তার এবং সাজাপ্রাপ্ত দুজনকে আগামীকাল (সোমবার) সকালে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হবে।