চকরিয়া উপজেলা নির্বাচনেও হারলেন সাবেক এমপি জাফর

বাংলাদেশ চিত্র ডেস্ক

গেলো সংসদ নির্বাচনে হারের পর এবার উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গেলেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলম। এই উপজেলায় দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী।

আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১১৪টি ভোট কেন্দ্রে একটানা ভোট গ্রহণ চলে।

দিনভর ভোটগ্রহণ শেষে মঙ্গলবার সন্ধ্যায় চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ইরফান উদ্দিন ফজলুল করিম সাঈদী বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছে বলে জানান।

উপজেলা নির্বাচন কার্যালয়ের সূত্র মতে, দোয়াত-কলম প্রতিকে ফজলুল করিম সাঈদী পেয়েছেন ৫৬ হাজার ১২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী সাবেক সাংসদ জাফর আলম ঘোড়া প্রতিকে পেয়েছেন ৫২ হাজার ২৫২ ভোট।দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে কক্সবাজার-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন জাফর আলম। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি তিনি। পরবর্তীতে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিমের কাছে তিনি হেরে যান।

Share This Article