
কক্সবাজারের চকরিয়া উপজেলার চিংড়িজোন এলাকায় আধিপত্য ও চাঁদাবাজির বিরোধকে ঘিরে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে সিরাজুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এই ঘটনার পর জনসাধারণের সহায়তায় পুলিশ অভিযান চালিয়ে দুইজন সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করেছে।
শনিবার বিকালে চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনা চারাবটতলী এলাকায় জাহাঙ্গীর ও নেজাম নামের দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে গোলাগুলির ঘটনা ঘটে। এতে নেজাম গ্রুপের সদস্য মো. সিরাজুল ইসলামসহ কয়েকজন গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় সিরাজুলকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকাবাসীর সহায়তায় পুলিশ রাতেই চিংড়িজোন এলাকায় অভিযান চালিয়ে নুর মোহাম্মদ মানিক ওরফে মানিক্কা (৪৫) এবং কুতুবউদ্দিন (২৬) নামের দুইজনকে আটক করে। মানিক্কার কাছে একটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধারের তথ্য জানিয়েছেন চকরিয়া থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিন মিয়া।
আটকের সময় স্থানীয় লোকজন দুইজনকে পিটিয়ে আহত করায় বর্তমানে তাদের পুলিশ পাহরায় উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর নিহতের পরিবার থেকে এখনো কোনো এজাহার থানায় জমা হয়নি বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চিংড়িজোন এলাকাকে কেন্দ্র করে চাঁদাবাজি ও ঘের দখতর বিরির মধ্যে চলমান বিরোধ থেকেই এ সংঘর্ষের সৃষ্টি হয়। নিহত সিরাজুল ইসলাম দীর্ঘদিন প্রবাসে থাকার পর এলাকায় ফিরে নেজাম গ্রুপে জড়িত হন।