চট্টগ্রাম নিউমার্কেট মোড় ও জামালখান এলাকার এস এস খালেদ রোডে এলাকায় আন্দোলনকারীদের উপর গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।তবে আন্দোলনকারীদের ওপর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গুলি চালিয়েছে বলে দাবি আন্দোলনকারীদের।
আজ রবিবার (৪ আগস্ট) সকাল ১০ টা থেকে আন্দোলনকারীরা নিউ মার্কেট মোড়ে অবস্থান নিলে বেলা সাড়ে ১১ টার দিকে সিটি কলেজ এলাকা থেকে এই গুলি চালায় তারা। এই সময় আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
এতে বেলা সাড়ে ১২ কমপক্ষে অর্ধশতাধিক আহত হয়েছে বলে নিশ্চিত করেছে আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থী ও স্থানীয়রা।
এরপর আন্দোলনকারীরা নিউমার্কেট ও রেয়াজউদ্দিন বাজারের আশপাশে অবস্থান নিলে পুলিশ তাদের উপর গুলি, টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে বলে অভিযোগ করছেন আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থী ও স্থানীয়রা।
মোঃআলাউদ্দিন(২৬), সোহরাব হোসেন(২২), ফয়সাল(২৫), আশরাফুল (৩০), জাহাঙ্গীর (২৬), সৌরভ(২২), মনির(২২), চিশতী(২৮) , তাহমিন(১৯), শান্ত ইসলাম(২২), মাঈনউদ্দিন (২৪), কাওছার হোসেন(২৪), শাহীন(২৪), এহসান উল্যাহ(২৮), মোঃমারফ(২৭), মাহবুব হোসেন(২৪), মোঃশাহীন(২৬), শাকিব উদ্দিন(২৩), আদিল(২৫), রিদোয়ান(২৪), ফারুক(২০), সাকিব উদ্দিন(২৩)।
বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার মো. তসলিম উদ্দিন বলেন , চলমান আন্দোলন ও সহিংসতায় ২৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাদের বেশিরভাগ ছররা গুলিতে আহত।