দাম বেশি রাখা ও মূল্যতালিকা না থাকায় চার মুরগি দোকানের মালিককে ২৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের।
শুক্রবার (৩০ আগস্ট) দুপুর সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি বাজারের এ অভিযান পরিচালনা করা হয়।
তথ্যটি নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (মেট্রো) মো. আনিছুর রহমান।
তিনি বলেন, ‘আজ (শুক্রবার) দুপুর সাড়ে তিনটার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহর নেতৃত্বে কাজীর দেউড়ি বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহকারী পরিচালক রানা দেবনাথ, সহকারী পরিচালক নাসরিন আকতারসহ সচেতন ছাত্র ও ব্যবসায়িক নেতারা উপস্থিত ছিলেন।’
তিনি বলেন, ‘অভিযানে চারটি মুরগি বিক্রয়কারী প্রতিষ্ঠানকে দাম বেশি নেওয়া ও মূল্যতালিকা না থাকার বিষয়টি উদঘাটিত হয়। এ জন্য ও প্রতিষ্ঠান চারটিকে ৭ হাজার টাকা করে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।